যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন সেবা কার্যক্রম
যুবউন্নয়ন অধিদপ্তর বেকার যুবদের আত্মকর্মসংস্থান ও কর্মসংস্থানে নিয়োজিত করারলক্ষ্যে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান এবং যুবঋণ বিতরণ কার্যক্র্রমবাস্তবায়ন করে আসছে। এছাড়া অধিদপ্তর যুব সমাজকে উন্নয়ন কার্যক্রমে উসাহিত ওসম্পৃক্ত করার জন্য যুবপুরস্কার প্রদান, যুব সংগঠনকে অনুদান প্রদান এবংযুবদের সচেতনতা বৃদ্ধিসহ নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে।এ সকলকার্যক্রম সম্পর্কে জনগণ বিশেষ করে যুবসমাজ যাতে সহজে সেবা সংক্রান্ত তথ্যপেতে পারে সে লক্ষ্যে অধিদপ্তরের বিভিন্ন সেবাসমূহ নিম্নে বর্ণিত হলো :
ক্রমিক নং | সেবার বিবরণ | প্রাপ্য সুবিধাদি | সেবা গ্রহণকারী | সেবা প্রাপ্তির শর্ত | সেবা প্রদানকারী | সেবা প্রাপ্তির পদ্ধতি | সেবা প্রদানের সময়সীমা |
১. | প্রশিক্ষণ: প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিক: গবাদিপশু হাঁস-মুরগী পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ কোর্স | প্রশিক্ষণের সুবিধা (আবাসিক) আত্মকর্মসংস্থানের সুযোগ। | বেকার যুবক ও যুবমহিলা | ১৮-৩৫ বছরের বেকার যুবক ও যুবমহিলা হতে হবে। শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণী পাশ। ১০০/=টাকা ভর্তি ফি | উপ-পরিচালকের কার্যালয়/যুব প্রশিক্ষণ কেন্দ্র/ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় | ভর্তির বিজ্ঞপ্তি অনুসারে যথাযথ কর্তৃপক্ষ বরাবরে আবেদন করতে হবে।মেৌখিক পরিক্ষার মাধ্যমে বাছাই করা হবে। | ২মাস ১৫দিন |
২. | মৎস্য চাষ প্রশিক্ষণ কোর্স
| প্রশিক্ষণের সুবিধা (অনাবাসিক) আত্মকর্মসংস্থানের সুযোগ। | ঐ | ১৮-৩৫ বছরের বেকার যুবক ও যুবমহিলা হতে হবে। শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণী পাশ। ৫০/=টাকা ভর্তি ফি | উপ-পরিচালকের কার্যালয় | ঐ | ১মাস |
৩. | পোশাক তৈরী প্রশিক্ষণ কোর্স | ঐ | ঐ | ১৮-৩৫ বছরের বেকার যুবক ও যুবমহিলা হতে হবে। শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণী পাশ। ৫০/=টাকা ভর্তি ফি | উপ-পরিচালকের কার্যালয় | ভর্তির বিজ্ঞপ্তি অনুসারে যথাযথ কর্তৃপক্ষ বরাবরে আবেদন করতে হবে। মেৌখিক পরিক্ষার মাধ্যমে বাছাই করা হবে। | ৬ মাস |
৪. | কম্পিউটার বেসিক প্রশিক্ষণ কোর্স | ঐ | ঐ | ১৮-৩৫ বছরের বেকার যুবক ও যুবমহিলা হতে হবে। শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি পাশ। ১০০০/=টাকা ভর্তি ফি | ঐ | ঐ | ৬ মাস |
৫. | ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ কোর্স | ঐ | ঐ | ১৮-৩৫ বছরের বেকার যুবক ও যুবমহিলা হতে হবে। শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণী পাশ। ৩০০/=টাকা ভর্তি ফি | ঐ | ঐ | ৬ মাস |
৬. | রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং প্রশিক্ষণ কোর্স | ঐ | ঐ | ১৮-৩৫ বছরের বেকার যুবক ও যুবমহিলা হতে হবে। শিক্ষাগত যোগ্যতা এস এস সি পাশ। ৩০০/=টাকা ভর্তি ফি | ঐ | ঐ | ৬ মাস |
৭. | ইলেকট্রনিক্স প্রশিক্ষণ কোর্স | ঐ | ঐ | ১৮-৩৫ বছরের বেকার যুবক ও যুবমহিলা হতে হবে। শিক্ষাগত যোগ্যতা এস এস সি পাশ। ৩০০/=টাকা ভর্তি ফি | ঐ | ঐ | ৬ মাস |
৮. | মর্ডান অফিস ম্যানেজমেন্ট এন্ড কম্পিউটার এ্যাপ্লিকেশন প্রশিক্ষণ কোর্স | ঐ | ঐ | ১৮-৩৫ বছরের বেকার যুবক ও যুবমহিলা হতে হবে। শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি পাশ। ৫০০/=টাকা ভর্তি ফি | ঐ | ঐ | ৬ মাস |
(ক) ১) | অপ্রাতিষ্ঠানিক: পশুসম্পদ বিষয়ক প্রশিক্ষণ কোর্স পারিবারিক হাঁস-মুরগী পালন বিষয়ক প্রশিক্ষণ | আত্মকর্মসংস্থানের সুযোগ। | বেকার যুবক ও যুবমহিলা | ১৮-৩৫ বছরের বেকার যুবক ও যুবমহিলা হতে হবে। শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণী পাশ। | উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় | মেৌখিক পরিক্ষার মাধ্যমে বাছাই করা | ৭-১৫দিন |
২. | ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ | ঐ | ঐ | ঐ | ঐ | ঐ | ঐ |
৩. | গরু মোটাতাজাকরণ বিষয়ক প্রশিক্ষণ | ঐ | ঐ | ঐ | ঐ | ঐ | ঐ |
৪. | পারিবারিক গাভী পালন বিষয়ক প্রশিক্ষণ | ঐ | ঐ | ঐ | ঐ | ঐ | ঐ |
খ) ১. | মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ কোর্স মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ |
ঐ |
ঐ |
ঐ |
ঐ |
ঐ |
ঐ |
গ) ১. | কৃষি বিষয়ক প্রশিক্ষণ কোর্স নার্সারী বিষয়ক প্রশিক্ষণ | ঐ | ঐ | ঐ | ঐ | ঐ | ঐ |
২. | গাছের কলম তৈরী বিষয়ক প্রশিক্ষণ | ঐ | ঐ | ঐ | ঐ | ঐ | ঐ |
৩. | ঔষধি গাছের চাষাবাদ বিষয়ক প্রশিক্ষণ | ঐ | ঐ | ঐ | ঐ | ঐ | ঐ |
ঘ) ১. | ক্ষুদ্র ও কুঠির শিল্প বিষয়ক প্রশিক্ষণ কোর্স নকশী কাঁথা বিষয়ক প্রশিক্ষণ |
ঐ |
ঐ |
ঐ |
ঐ |
ঐ |
ঐ |
২. | কারু মোম বিষয়ক প্রশিক্ষণ | ঐ | ঐ | ঐ | ঐ | ঐ | ঐ |
৩. | রিক্সা, সাইকেল, ভ্যান মেরামত বিষয়ক প্রশিক্ষণ এচারা স্থানীয় চাহিদার ভিত্তিতে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে। | ঐ | ঐ | ঐ | ঐ | ঐ | ঐ |
ঙ
১. | ঋণ সেবা কর্যক্রম: যুব উন্নয়নঅধিদপ্তরে ২ধরনের ঋণ সেবা কার্যক্রম চালু রয়েছে। (১) আত্মকর্মসংস্থানকর্মসূচি(একক ঋণ) (২) পরিবারভিত্তিক কর্মসংস্থান কর্মসূচি(গ্রুপভিত্তিক ঋণ) আত্মকর্মসংস্থান কর্মসূচি(একক ঋণ) যুব উন্নয়নঅধিদপ্তর হতে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের আত্মকর্মসংস্থানসৃষ্টির লক্ষ্যে নিজস্ব বিনিয়োগের পাশাপাশি যুব উন্নয়ন অধিদপ্তর ঋণ প্রদানকরে প্রকল্প স্থাপনে সহায়তা প্রদান করে। এ কর্মসূচী দেশের সকল উপজেলা এবংওমট্রো থানায় পরিচালিত হচ্ছে। | *আত্মকর্মসংস্থানমূলকপ্রকল্প সৃজনের লক্ষ্যে প্রশিক্ষণের ধরণ ভেদে ১০০০০-৫০০০০/- টাকা পর্যন্তঋণ প্রদান করা হয়সফলতার ভিত্তিতে ৩ বার ঋণ প্রদান করা হয়। মাসিক কিস্তিতে১-২ বছরের মেয়াদে ঋণ ও প্রাপ্য সার্ভিস চার্জ পরিশোধ করতে হয়। * ক্রমহ্রাসমান পদ্ধতিতে দৈনিক ভিত্তিতে অপরিশোধিত আসলের উপর ১০% হারে সার্ভিস চার্জ গ্রহণ করা হয়। * প্রকল্পের ধরণের উপর নির্ভর করে ১-৩ মাস গ্রেস পিরিয়ড প্রদানের সুযোগ রয়েছে।
| ১৮-৩৫ বছরের বেকার যুব যারা যুব উন্নয়ন অধিদপ্তর হতে যে কোন ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত হবেন। | প্রশিক্ষণ গ্রহণের ৩ বছরের মধ্যে প্রকল্প গ্রহণের উদ্যেগ গ্রহণপূর্বক সেবা প্রাপ্তির লক্ষ্যে আবেদন করতে হবে। ঋণ আবেদনকারীর পক্ষে নিশ্চয়তাকারীর জমির মূল দলিল/দলিলের সার্টিফাইট কপি/হালনাগাদ পর্চা ও দাখিলা জমা রাখতে হবে। | উপজেলা/ইউনিট থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ক্রেডিট সুপারভাইজার। | ঋণ গ্রহীতাপ্রকল্প বাস্তবায়নের জন্য সাদা কাগজে স্ব স্ব উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাবরাবরে ঋণের আবেদন করবেন।নির্বাচিত আবেদনকারীকে ঋণ পাোয়ার জন্য ১০% টাকারবিনিময়ে নির্ধারিত আবেদন ফরম ক্রয়পূর্বক জমা প্রদান করতে হয়।ঋণমঞ্জুরের পরআবেদনকারী ও জামিনদার ১৫০ টাকার স্ট্যাম্পে অঙ্গীকারনামা দাখিল করবে। | ১ মাস |
২ | পরিবারভিত্তিক কর্মসংস্থান কর্মসূচি(গ্রুপভিত্তিক ঋণ) তৃনমূলপর্যায়ের বেকার দরিদ্র জনগোষ্ঠিকে সনাতনি পেশা বা ক্ষুদ্র ব্যবসায় নিয়োজিতকরণের দ্বারা আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে দারিদ্র্য হ্রাস করার লক্ষ্যেএকই পরিবারের ৫জন সদস্য/নিকট আত্মীয়/প্রতিবেশী নিয়ে দল এবং ৫-১০টি দল নিয়ে১টি কেন্দ্র গঠন করে ঋণ প্রদান করা হয়। এ কর্মসূচী নির্ধারিত ৮২টি উপজেলায়পরিচালিত হচ্ছে। | *গ্রুপেরপ্রতিজন সদস্য প্রথম দফায় ৮০০০ এবং সফলতার ভিত্তিতে পরবর্তী আরোও ৪দফাপর্যন্ত (মোট ৫দফা) যথাক্রমে ১০,০০০/-,১২,০০০/-,১৪,০০০/- ও ১৬,০০০/-টাকা ঋণপ্রদান করা হয়।সাপ্তাহিক কিস্তিতে ৫০ সপ্তাহে ঋণ পরিশোধ করতে হয়। *৫১ এবং ৫২তম সপ্তায় প্রাপ্য সার্ভিস চার্জ পরিশোধ করতে হয়। * ঋণ গ্রহণের ক্ষেত্রে কোন জামানতের প্রয়োজন হয় না। গ্রুপের একজন সদস্যকে অন্যজনের নিশ্চয়তাকারী হিসাবে গন্য করা হয়। * এ ঋণের ক্ষেত্রে ক্রমহ্রাসমান পদ্ধতিতে ১০% হারে সার্ভিস চার্জ নেয়া হয়। * দুই সপ্তাহে গ্রেস পিরিয়ড প্রদান করা হয়। | ১৮-৪৫ বছরের বেকার যুব যারা যুব উন্নয়ন অধিদপ্তর হতে যে কোন ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত হবেন। | গ্রুপসদস্য যে পরিবারের সদস্য হবেন সে পরিবারের স্থাবর/অস্থাবর সম্পত্তির মোটমূল্য ২ লক্ষ টাকার কম এবং বর্ষিক মোট আয় ২৫০০০/= কম এবং আবাদযোগ্য জমিরপরিমাণ এক একরের কম হবে। *এলকার স্থায়ী বাসিন্দা হতে হবে। | উপজেলা/ইউনিট থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ক্রেডিট সুপারভাইজার। | নির্ধারিতউপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক তার কর্ম এলাকায় প্রতি বছর কোথায়কতটি কেন্দ্র তৈরী করবেন তা নির্ধারিত হোয়ার পর সংশ্লিষ্ট সিএস সে গ্রামেগমন করে পারিবারিক জরিপের ভিক্তিতে সদস্য বাছাই করে গ্রুপ ও কেন্দ্র গঠনকরে থাকেন। * ঋণ গ্রহনের পূর্বে ১৫০/- টাকার ষ্ট্যাম্পে গ্রুপভিত্তিক চুক্তিনামা করতে হয়। | ১দফার ক্ষেত্রে ১মাস এবং অন্যান্য দফার ক্ষেত্রে ২০ দিন। |
চ | আত্মকর্মসংস্থানে সফলতার স্বীকৃতিস্বরূপ যুবপুরুষ্কার কার্যক্রম | প্রতিবছরজাতীয় যুবদিবসের অনুষ্ঠানে মাননীয় প্রধান মন্ত্রী প্রতি বিভাগ থেকে একজনসফল আত্মকর্মী যুবক ও ০১ জন যুবমহিলাকে, মহিলা কোটায় ০১ জন এবং উপজাতিকোটায় ০১ জনকে জাতীয় যুবপুরুষ্কার হিসেবে প্রত্যেককে ক্রেট, সনদপত্র ও৩৫০০০/- টাকার প্রাইজবন্ড প্রদান করে থাকেন। এ ছাড়াযুবসংগঠন পরিচালনায় অসাধারণ অবদান রাখার জন্য সারাদেশে থেকে শ্রেষ্টযুবসংগঠক হিসেবে ০২জন পুরুশ ও ০১জন মহিলাকে জাতীয় যুবপুরুষ্কার হিসেবেক্রেষ্ট, সনদপত্র ও ৩৫০০০/- টাকার প্রাইজবন্ড প্রদান করে থাকেন। | যুব উন্নয়ন অধিদপ্তর হতে প্রশিক্ষণ গ্রহণকারী সফল আত্মকর্মী।
সকল শ্রেষ্ঠ যুব সংগঠক | * যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।
* প্রশিক্ষিত আত্মকর্মীর আত্মকর্মসংস্থানমূলক প্রকল্পের বয়স কমপক্ষে ৩ বছর পূর্ণ হতে হবে।
* সংগঠক হিসেবে ১০ বছরের বাস্তব অভিজ্ঞতা হতে হবে।
| যুব উন্নয়ন অধিদপ্তর এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় | ১। নির্ধারিত ফরম আবেদন ২। জেলা কমিটির সুপারিশ ৩। কেন্দ্রীয় কমিটির মনোনয়ন | প্রতি বছরের জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে |
ছ | যুব কল্যাণ তহবিলের অনুদান | নির্ধারিত সংগঠনের প্রকল্পের প্রকৃতি ও অবদান বিবেচনা করে ১০০০০/-থেকে ২০০০০/- টাকা পর্যন্ত প্রকল্প অনুদান বিবেচনা করা হয়।
উল্লেখ্য যুব কল্যাণ তহবিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সরাসরি ভাবে নিয়ন্ত্রিত হয় এবং তার জন্য একটি আলদা পরিচালনা বোর্ড ও পরিষদ রয়েছে। | দেশেরবিদ্যমান আইন অনুযায়ী রেজিষ্ট্রেশনভূক্ত (যেমন-সমাজ সেবা অধিদপ্তর, মহিলাবিষয়ক অধিদপ্তর, সমবায় অধিদপ্তর এবং এনজিোে বিষয়ক ব্যুরো) যুব কল্যাণ তহবিলথেকে অনুদান প্রাপ্তির যোগ্য বলে বিবেচিত হবে। রেজিষ্ট্রেশনকৃত যেসবযুবসংগঠন একই সাথে সম্পৃক্ত ও তালিকাভূক্ত, সে সব সংগঠনকে অনুদান প্রদানেরক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হয়। যুব মহিলা সংগঠনকেো অনুদান প্রদানের ক্ষেত্রেঅগ্রাধিকার দেয়া হয়। | -প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়নের জন্য মোট ব্যায়ের কমপক্ষে ১০% অর্থ সংগনকে তাদের নিজস্ব তহবিল থেকে বহন করতে হবে। -ফর্মেনির্দেশিত কাগজপত্রসহ ফরম নির্ভূলভাবে পূরণ করত উপজেলা যুব উন্নয়নকর্মকর্তা কর্তৃক সুপারিশ প্রদানের পর জেলার উপ-পরিচালক সুপারিশ করবেন।অতপর সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী কর্মকর্তার সুপারিশ গ্রহণ করে উপ-পরিচালক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নির্ধারিত ঠিকানায় মুল কপি প্রেরণ করতে হবে। -মোট্রোপলিটনএলাকার ক্ষেত্রে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) এর সুপারিশ/মতামত যুবউন্নয়ন অধিদপ্তরের সংশ্লিষ্ট জেলা কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগ্রহণ করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নির্ধারিত ঠিকানায় মুল কপি প্রেরণ করতেহবে। | যুব উন্নয়ন অধিদপ্তর এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় | ১।নির্ধারিত ফরম আবেদন ২।জেলা ও উপজেলা কার্যালয়ের সুপারিশ
| যুব ওক্রীড়া মন্ত্রণালয় মনোনয়নেল পর জেলা কার্যালয়ের মধ্যমে বছরে নির্ধারিত সময় ওতারিখে মন্ত্রণালয়ের অনুষ্ঠা থেকে মনোনীত সংগঠনকে চেক গ্রহণ করতে হয়। |
জ | যুব উন্নয়ন অধিদপ্তরের অনুন্নয়ন খাতের অনুদান | যে সকলযুবসংগঠন যুবদের কল্যাণে বাস্তবমুখী কাজ করছে এবং সত্যিকারভাবে যুবসমাজ তাথেকে উপকৃত হচ্ছে যেসব সংগঠন বা প্রতিষ্ঠানকে অনুদান প্রদানের বিবেচনায়অগ্রাধিকার দেয়া হবে। | যুব উন্নয়নঅধিদপ্তরের অনুন্নয়ন খাত হতে অনুদান পেতে হলে সংগঠন/প্রতিষ্ঠান রের যে কোনদপ্তরের সংগে নিবদ্ধিকৃত হতে হবে। তবে সংগঠন ও প্রতিষ্ঠানসমূহে ১৮-৩৫ বছরবয়সী যুবদের কল্যাণ/উন্নয়নের জন্য সুনির্দিষ্ট কার্যক্রম অবশ্যই থাকতে হবে। | -আত্মকর্মসংস্থান প্রকল্পের বয়স কমপক্ষে ২ বছর হতে হবে।
-সরকারী সংস্থা থেকে নিবন্ধীকৃত হতে হবে। | যুব উন্নয়ন অধিদপ্তর | ১।নির্ধারিত ফরমে আবেদন ২। জেলা কমিটির সুপারিশ ৩। কেন্দ্রীয় কমিটির মনোনয়ন | প্রতি বছরের মার্চ থেকে মে মাসের মধ্যে |
ঝ | কমনওয়েলথ যুব কর্মসূচীল অনুদান | সাধারণত প্রতি বছর সেপ্টেম্বর/অক্টোবর মাসের দিকে সিোইপি অনুদানের ফরম জেলা কার্যালয় হতে সংগ্রহ করতে হবে। | ঐ | মনোনয়নপ্রাপ্ত যুব সংগঠনকে কমনোয়েলথভুক্ত দেশ থেকে এ অনুদান সংগ্রহ করতে হবে। | যুব উন্নয়ন অধিদপ্তর এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় | ১।নির্ধারিত ফরমে আবেদন ২। জেলা কমিটির সুপারিশ ৩। কেন্দ্রীয় কমিটির মনোনয়ন | সাধারণত প্রতি বছর সেপ্টেম্বর/অক্টোবর মাসের দিকে সিওইপি অনুদানের ফরম জেলা কার্যালয় হতে সংগ্রহ করতে হবে। |
ঞ | সংগঠন তালিকাভুক্তি কার্যক্রম | প্রত্যেকআবেদনকারী বেসরকারী স্বেচ্ছাসেবী যুবসংগঠন তালিকাভুক্তির জন্য নির্ধারিতফরমে যুব উন্নয়ন অধিদপ্তরের সংশ্লিষ্ট উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারবরাবর আবেদন করবেন।
| যুব উন্নয়ন অধিদপ্তরের সাথে সম্পৃক্ত এবং সমাজসেবামূলক কাজ করে থাকে। | * প্রত্যেক আবেদনকারী বেসরকারী স্বেচ্ছাসেবী যুবসংগঠনতালিকাভুক্তির জন্যনির্ধারিত ফরমে যুব উন্নয়ন অধিদপ্তরের সংশ্লিষ্ট উপজেলার দায়িত্বপ্রাপ্তকর্মকর্তার বরাবর আবেদন করবে। * আবেদনপত্রের সাথে গঠনতন্ত্র অনুমোদনকারী সবার কার্যবিবরণীর সত্যায়িতঅনুলিপি এবং কার্যনির্বাহী কমিটি কর্তৃক অনুমোদিত কার্যবিবরণীর ৩কপি করেসত্যায়িত অনুলিপি দাখিল করতে হবে। উল্লেখ্য মোট সদস্য সংখ্যার বা ২/৩ অংশদ্বারা অবশ্যই গঠনতন্ত্র ও কার্যনির্বাহী কমিটি অনুমোদিত হতে হবে। | জেলা কার্যালয়, যুব উন্নয়ন অধিদপ্তর
| ১।নির্ধারিত ফরমে আবেদন | যে কোন সময় |
ট | কমনওয়েলথ ইয়ুথ প্রোগ্রাম | যুব উন্নয়নঅধিদপ্তর কমনওয়েলথ ইয়ুথ প্রোগ্রাম, এশিয়া সেন্টারের সহযোগিতায় দূরপ্রশিক্ষণ কোর্স, সেমিনার, কর্মশালা, যুব বিনিময় কর্মসূচি ও রিজিওনালএ্যাডভাইজারী বোর্ড মিটিং ইত্যাদি আয়োজন করে আসছে। যুব উন্নয়ন অধিদপ্তর ওউম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যেৌথ উদ্যোগে কমনওয়েলথ দূর প্রশিক্ষণ ডিপ্লোমাকোর্স (Diploma in Youth Development Work(DYDW) বাংলাদেশ চালু করা হয়েছে। | _ | _ | _ | _ | _ |
ঠ | আন্তর্জাতিক সাহায্য সংস্থা স্মপর্ক | জাইকা(জাপানআন্তর্জাতিক সহযোগি সংস্থা, কোইকা(কোরিয়া আন্তর্জাতিক সহযোগিসংস্থা),জাতিসংঘ এবং এর অংগসংস্থাইউএনডিপি,ইউএনএফপি,এসকাপ,ইউনেস্কো,আমেরিকা পিস কোর এবং আইএলও ইত্যাদিআন্তর্জাতিক সাহায্য সংস্থা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মসূচি সফলবাস্তবায়নের সহযোগিতা প্রদান করে আসেছে | _ | _ | _ | _ | _ |
ড | ন্যাশনাল সার্ভিস | ২বছর অস্থায়ী কর্মসংস্থান | শিক্ষিত বেকার যুবক/যুবমহিলা | একজন বেকারযুবক/যুবমহিলাকে অবশ্যই কর্মসূচিভূক্ত এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।সংশ্লিষ্ট বেকার মহিলার বয়স ১৮-৩৫ বছর এবং শি্ক্ষাগত যোগ্যতা মাধ্যমিক ওতদূর্ধ্ব হতে হবে। | কুড়িগ্রাম, বরগুনা, গোপালগঞ্জ জেলার সকল উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় ওরংপুর বিভাগের বাকী ৭টি জেলার ৮টি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়। | কর্মএলাকার১৮-৩৫ বছর তদূর্ধ্ব শি্ক্ষাগত যোগ্যতা সম্পন্ন বেকার যুবক/যুবমহিলাবিজ্ঞপ্তি প্রকাশের পর নির্ধারিত তারিখের মধ্যে ন্যাশনাল সার্ভিস সংক্রান্তউপজেলা সমন্বয় কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অসিসার বরাবর প্রয়োজনীয়কাগজপ্ত্রসহ আবেদন করবেন। অতপর উপজেলা মমন্বয় কমিটি আবেদন/প্রার্থীযাচাই/বাছাই করেবেন। যোগ্য ও প্রকৃত বেকার যুবক/যুবমহিলাগণ প্রথমে ১০টিমডিউলের উপর ৩মাস প্রশিক্ষণ গ্রহণ করবেন। সফলভাবে প্রশিক্ষণ শেয়ে সংশ্রিষ্টযুবক/যুবমহিলাগণ বিভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে যুব উন্নয়নঅধিদপ্তরের তত্তাবধানে ২বছরের জন্য আস্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত(স্বেচ্ছাসেবার ভিত্তিতে) হবেন। | ৩মাস প্রশিক্ষণ সমাপনান্তে ২বছর কর্ম মেয়াদ/সেবার মেয়াদ শুরু হবে। |